প্রতিনিধি ; মো: ইমরান মুন্সি : ভাণ্ডারিয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে একটি দুঃখজনক এবং ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাফি তালুকদার (১২) নামে এক মাদ্রাসা ছাত্র মারাত্মকভাবে আহত হয়। দুর্ঘটনার স্থান এবং সময় – ডাকুয়া বাড়ির সামনের সড়কে – যেখানে বিনাপানি সংলগ্ন অঞ্চলটি বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে নুরানি মাদ্রাসার ছাত্র রাফি তালুকদার, ওবায়দুল তালুকদারের ছেলে, রাস্তা পার হওয়ার সময় এই ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়।
অতিরিক্ত দ্রুতভাবে চলমান ‘পালকি পরিবহন’ তাকে সজোরে ধাক্কা দেয়, যার ফলস্বরূপ সে ছিটকে পড়ে মাথায় ও শরীরে প্রবল আঘাত পায়। স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনে দ্রুতগামী যানবাহনের অবৈধ গতি এবং বেপরোয়া চালনার ফলে তৈরি হওয়া এমন হুমকির কারণে এলাকায় নতুন করে চিন্তার উদ্রেক হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষেরা তাৎক্ষণিকভাবে রাফিকে সাহায্য করতে এবং তাকে ভাণ্ডারিয়া সদর হাসপাতালে নিয়ে যেতে উদ্যত হন।
সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বিবেচনা করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করেন। রাফির শারীরিক অবস্থার অবনতির ফলে এবং তার পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সৌজন্যে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে আহত রাফির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে খবর পাওয়া যাচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে পুরো বিনাপানি এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। আশেপাশের প্রত্যক্ষদর্শীরা ঘটনার নিন্দা করে, ঘাতক বাসের বেপরোয়া গতির তীব্র সমালোচনা করে এবং এমন আচরণের কারণে নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে।
