বাকেরগঞ্জ সংবাদ দাতা : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী গনতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত ৩( তিন) দিনের রাষ্ট্রীয় শোক পালনের তৃতীয় দিনেও বাকেরগঞ্জ উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উড়ানো হয়নি জাতীয় পতাকা।
এর আগে গত দুই দিনও উপজেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যথাযথ নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় শোক পালন করা না হওয়ার সংবাদ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় প্রকাশ হলেও কতৃপক্ষের উদাসীনতার কারণে তৃতীয় দিনেও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় গেজেটের এ আইনকে অমান্য করে নিজেদেরকে ধৃষ্টতার পরিচয় দিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার গারুরিয়া ইউনিয়নের দেউলী শরৎস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবাই ইউনিয়নের দক্ষিণ শিয়াল ঘুনি ও পূর্ব শিয়াল ঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুধল ইউনিয়নের গোমা কৃষ্ণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিকেপি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উওর দুধল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম হানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব আবদুর রশীদ মোল্লা জাহিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেজিএস মাধ্যমিক স্কুল এন্ড কলেজ, জিপিএস মাধ্যমিক বিদ্যালয়, ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়, জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ, হানুয়া লক্ষীপাশা মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা, সুন্দরকাঠি গরীবুল্লাহ দাখিল মাদ্রাসায় ছিল না কোন জাতীয় পতাকা।
নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালনের রাষ্ট্রীয় নিদর্শনার গেজেট দেওয়া হলেও সরকারি আইনকে সম্পুর্ন ভাবে বৃদ্ধাংগুলি দেখিয়ে এসব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ধৃষ্টতা দেখিয়েছেন।
দেশের একজন বিশিষ্ট ব্যক্তি ও তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারি গেজেটের আইনকে ন মেনে শোক দিবস পালন করা থেকে বিরত থাকায় অনেকে বিস্ময় প্রকাশ করেন।
