More

    কাঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    ঝালকাঠির কাঠালিয়ায় মো. রুহুল আমীন মুন্সী (৪০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (০৪ জানুয়ারি) সকালে নিহতের বাড়ির পার্শ্বের একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    মৃত রুহুল আমীন মুন্সী উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ বলতলা গ্রামের মো. আতাহার আলী মুন্সীর ছেলে। সে মানষিকভাবে ভারসাম্যহীন থাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    স্বজন ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিন মুন্সীকে বাড়িতে না দেখতে পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। পরে রোববার ভোরে বাড়ির পার্শ্বের বাগানে একটি গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারা আরও জানান, রুহুল আমীন মুন্সী মানষিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিনকে বাড়ীতে না দেখে অনেক খোঁজা খোঁজির করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে স্থানীয় লোকজনে বাড়ীর পাশে রেন্ট্রি গাছের ডালের সাথে গলায় ফাঁস অবস্থায় রুহুল আমিনকে দেখে পুলিশে খবর দেয়।

    থানা অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান জানান, মৃত রুহুল আমীন মুন্সী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কলাপাড়ায় শোক সভা ও দোয়া মাহফিল

    কলাপাড়া প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কলাপাড়ায় শোক সভা ও দোয়া...