More

    ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

    অবশ্যই পরুন

    মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় এশার নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামে এক মুসল্লির ইন্তেকাল হয়েছে। নিহত আবুল হোসেন তালুকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা।

    তিনি মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন। পরিবার ও প্রত্যক্ষদর্শী মুসল্লিদের ভাষ্য অনুযায়ী, শনিবার সারাদিন তিনি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যায় মাগরিবের নামাজ বাড়িতে আদায় করার পর প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে কুমারখালি বাজারে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে কুমারখালি বাজার মসজিদে এশার নামাজ আদায় করতে যান তিনি।

    নামাজ চলাকালে সেজদারত অবস্থায় হঠাৎ করে তিনি নিথর হয়ে পড়েন। নামাজ শেষে মুসল্লিরা তাকে সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন, তিনি ইতোমধ্যেই ইন্তেকাল করেছেন। বিষয়টি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে মসজিদে ও আশপাশে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

    রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন। আকস্মিক এই মৃত্যুতে জানাজার সময় অনেক স্বজন ও মুসল্লিকে আবেগাপ্লুত হতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবুল হোসেন তালুকদার ছিলেন সৎ, শান্ত স্বভাবের ও অত্যন্ত ধর্মপ্রাণ একজন মানুষ। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন এবং এলাকায় একজন পরিশ্রমী ও ভদ্র কৃষক হিসেবে সুপরিচিত ছিলেন।

    নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, “ইবাদতের মধ্যেই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এটা সত্যিই সৌভাগ্যের বিষয়।” তার ইন্তেকালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই এই মৃত্যুকে একজন ধর্মপ্রাণ মানুষের জন্য মর্যাদাপূর্ণ পরিণতি হিসেবে দেখছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কলাপাড়ায় শোক সভা ও দোয়া মাহফিল

    কলাপাড়া প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কলাপাড়ায় শোক সভা ও দোয়া...