ভাণ্ডারিয়া প্রতিনিধি : ভাণ্ডারিয়ায় একটি বিস্ময়কর চুরির ঘটনা ঘটে, যেখানে গোডাউনের তালা ভেঙে মালামাল চুরি করা হয়। পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভাধীন পানপট্টি এলাকার আবহমান ব্যবসায়ী সঞ্জয় দাসের মালিকানাধীন একটি জর্দার গোডাউনে এই ঘটনাটি ঘটে। পুলিশ মো. বিকাশ দাস (৩০) নামে একজনকে এই চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে। এই চুরি সংগঠিত হয় গত রাতের গভীর অন্ধকারে, যখন সবাই ঘুমিয়ে ছিল। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টা নাগাদ এই চুরির ঘটনা প্রকাশ পায়, যা গোটা এলাকায় উত্তেজনা সৃষ্টি করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পানপট্টি এলাকার জর্দার গোডাউনের তালা ভেঙে রাতের অন্ধকারে একদল চোর প্রবেশ করে। চোরেরা দক্ষতার সাথে প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের বিভিন্ন ব্র্যান্ডের জর্দা বস্তাবন্দি করে স্থান ত্যাগ করে। এটি চুরির এমন এক ঘটনা যে গোটা এলাকাবাসীকে অবাক করে দিয়েছে।
তবে, চুরি ঘটনার পরই পুলিশের তৎপরতায় এবং বাজারের নাইটগার্ডদের সহযোগিতায় চুরির নেপথ্যেই বিকাশ দাস নামক ব্যক্তিটি ধরা পড়ে। ছোট কানুয়া (৮ নং ওয়ার্ড) এলাকার মন্টু দাসের ছেলে বিকাশকে হাতেনাতে গ্রেপ্তার করে স্থানীয় জনতা। গ্রেপ্তারকৃত বিকাশের তথ্য অনুযায়ী, পুলিশ পরে অভিযান চালিয়ে সমস্ত জর্দা উদ্ধার করতে সক্ষম হয়।
এই ঘটনার পর আইন অনুযায়ী, ভাণ্ডারিয়া থানা পুলিশ নিয়মিত মামলা দিয়েছে এবং ধৃত আসামিকে আজ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। পুলিশ এই চক্রের পেছনে অন্যান্যদের খুঁজে দেখতে বিশেষ তদন্ত চালিয়ে যাচ্ছে, যাতে কোন নিরপরাধ ব্যক্তি ক্ষতিগ্রস্থ না হয় এবং প্রকৃত অপরাধীরা ধরা পড়ে।
