বরিশাল নগরীর ২ নং ওয়ার্ডস্থ কমিশনার গলিতে মাদকসহ বাপ-বেটাকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৫টায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেছেন কাউনিয়া থানা পুলিশ।
জানাযায়, কাউনিয়া থানার এসআই হরসিদের নেতৃত্বে ১০-১২ জনের আভিযানিক দল কাউনিয়া কমিশনার গলিতে অভিযান চালিয়ে ১৬ পিচ ইয়াবা সহ ফরুক ও ফয়সাল নামে দুই ব্যক্তিকে আটক করেছেন।
আটককৃতরা হলেন— কাউনিয়া কমিশনার গলির মোঃ ফারুক (টাক ফারুক) এবং ছেলে মোঃ ফেরদৌস হাসান (ফয়সাল)।
পুলিশ জানায়, ফারুক আগে ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং ছেলে ফয়সাল দীর্ঘদিন ধরে ইয়াবাবিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। এসময় তারা আরো জানান, ঐ এলাকায় আরো কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছে তাদেরকে আটকের অভিযান চলমান রয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই কাউনিয়া কমিশনার গলিতে মাদক বিক্রির বাজার বসেছিল। পুলিশের এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে। স্থানীয়রা জানান, এখন সময় এসেছে এলাকার অন্য চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরও দ্রুত আইনের আওতায় আনার।
অন্যদিকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সংবাদদাতাকে বলেন, পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক কারবারি বা সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আটকৃতদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
