More

    আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কলাপাড়ায় শোক সভা ও দোয়া মাহফিল

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কলাপাড়ায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৫ জানুয়ারি ২০২৬ ) বিকেলে কলাপাড়া পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ব্লাকবেরি রেস্টুরেন্টে “আমরা কলাপাড়াবাসী” স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

    শোক সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। এ সময় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি মেজবাহ উদ্দীন মাননু, স্থপতি ইয়াকুব খান, কলাপাড়া শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা জামান সুজন ও সাংস্কৃতিক সংগঠক তানজিল জামান জয়।

    এছাড়াও উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুজ সাকিব, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, তরুণ সংগঠক ইমরান আল হাসান, রফিকুল ইসলাম রনি সহ আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

    বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন ভূমিকা রেখে গেছেন। তার রাজনৈতিক জীবন ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

    শোক সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ফায়ার সার্ভিস জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ ফেরদৌস আলম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে অমৃত লাল দে কলেজে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৪

    সংবাদদাতা , আতিফ হোসেন আরাফ :: বরিশাল সদর উপজেলার অমৃত লাল দে কলেজ এলাকায় স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষার্থীদের...