গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি কালভার্ট নির্মাণের সময়ই ভেঙে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশলীর অবহেলা ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাতের আঁধারে তড়িঘড়ি কাজ করায় কালভার্টটি ধসে পড়েছে। যদিও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, ভেঙে পড়া অংশ পুনরায় ঢালাই করা হবে।
এলজিইডি সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন ও সেন্টার বাজারের মধ্যে যোগাযোগ সহজ করতে সতীরাম খালের ওপর ২০২৫ সালের ২ এপ্রিল কালভার্ট নির্মাণকাজ শুরু হয়। ২০২৬ সালের ৩০ মার্চের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। ৩×৩ মিটার দৈর্ঘ্যের কালভার্টটির পাটাতন ঢালাইয়ের কাজ শুরু হয় গত ৫ জানুয়ারি সকালে। তবে ঢালাই চলাকালে সন্ধ্যার দিকে সেন্টারিং সরে গিয়ে মাঝখানে দেবে কালভার্টটি ধসে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা মজিবর গাজী ও শামিম গাজী ক্ষোভ প্রকাশ করে বলেন, “উপজেলা প্রকৌশলীর অবহেলা ও ঠিকাদারের নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই কালভার্টটি ভেঙে পড়েছে। কাজ শুরুর পর থেকেই নানা অনিয়ম চলছিল। তদারকির মারাত্মক অভাব ছিল।”
ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন ট্রেডার্স-এর মালিক মো. রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো অনিয়ম করিনি। ইঞ্জিনিয়ার অফিসের লোকজন তাদের এস্টিমেট ও নিয়ম অনুযায়ী কাজ করিয়েছেন। প্রতিটি ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। আমি নিজে না থাকলেও মিস্ত্রিদের দিয়ে নিয়ম অনুযায়ী কাজ করানো হয়েছে।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি এবং ঘটনাস্থলে যাচ্ছি। কাজের ক্ষেত্রে ভুল হতেই পারে। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
