More

    কাঠালিয়ায় হাড়কাঁপানো শীতে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

    অবশ্যই পরুন

    কাঠালিয়া সংবাদদাতা: হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশার রাতেও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন। গভীর রাতে অসহায় ও শীতার্ত মানুষের খোঁজখবর নিয়ে নিজ হাতে তাদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

    গত কয়েক দিনের হাড়কাঁপানো শীত উপেক্ষা করে গভীর রাতে ইউএনও মো. মকবুল হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় ছুটে যান। রাস্তার পাশে অবস্থানরত অসহায় ও ছিন্নমূল মানুষ থেকে শুরু করে আশ্রায়ণ কেন্দ্রসহ বসতবাড়িতে থাকা হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে হাতে কম্বল পৌঁছে দেন।

    প্রচন্ড শীতে প্রান্তিক দক্ষিণ জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে হঠাৎ করেই এই মানবিক উদ্যোগ নবযোগদানকৃত ইউএনও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ইউএনও মো. মকবুল হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে রাস্তার পাশে অবস্থানরত ছিন্নমূল, অসহায়, হতদরিদ্র, আশ্রায়ণের বাসিন্দা ও বসতঘরে থাকা দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

    প্রশাসনের শীর্ষ কর্মকর্তা’র কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে তখন অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। ইউএনও মো. মকবুল হোসেন বলেন, ‘তীব্র শীতে অসহায় মানুষ যেন কোন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই গভীর রাতে ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি।

    সেই সাথে সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব বলে মনে করি। সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের মানুষের পাশে থাকতে চেষ্টা করি।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শীতের তীব্রতা অব্যাহত থাকলে এবং প্রয়োজন অনুযায়ী এই কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে। ইউএনওর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের এমন ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। মো. সাকিবুজ্জামান সবুর কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজাপুর-কাঠালিয়ায় ইসলামী আন্দোলনের প্রার্থীর ব্যাপক গণসংযোগ

    ঝালকাঠি প্রতিনিধি, মেহেদী হাসান : রাজাপুর-কাঠালিয়ায় ইসলামী আন্দোলনের প্রার্থীর ব্যাপক গণসংযোগের মাধ্যমে ভোটারদের মাঝে তাঁর জনপ্রিয়তা ‍বাড়ছে। অনেকেই অভিব্যক্তি...