মো ইমরান মুন্সি , ভাণ্ডারিয়া সংবাদদাতা : ভাণ্ডারিয়ায় মাদরাসা থেকে ল্যাপটপ চুরি: অভিযুক্ত গ্রেফতার, মালামাল উদ্ধার নিজস্ব প্রতিবেদক, ভাণ্ডারিয়া পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি মাদরাসা থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারসহ অভিযুক্ত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এই চুরির ঘটনায় অভিযুক্ত হিসেবে যাকে গ্রেফতার করা হয়েছে, তার নাম হল মোঃ রাব্বি হাওলাদার। ২৫ বছর বয়সী এই তরুণ ভাণ্ডারিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব ভাণ্ডারিয়া এলাকার বাসিন্দা রিয়াজ হাওলাদারের সন্তান।
পুলিশ সূত্রে জানা গেছে যে, চুরির ঘটনাটি ঘটে গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৪ টার দিকে। ভাণ্ডারিয়া পৌরসভাধীন ‘দারুল কুরআন সালসাবিল মাদরাসা’র অভ্যর্থনা কক্ষ থেকে একটি মূল্যবান ‘Acer Aspire’ ব্র্যান্ডের ল্যাপটপ চুরি হয়ে যায়। ল্যাপটপটি হারিয়ে যাওয়ার পর থেকে মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা বৃদ্ধি পায়, কারণ আর্থিকভাবে এবং একাডেমিকভাবেও ল্যাপটপটির গুরুত্ব ছিল অত্যাধিক।
চুরির ঘটনার পর থেকে ভাণ্ডারিয়া থানা পুলিশ বিষয়টির প্রতি বিশেষ নজর দিতে শুরু করে এবং গুরুত্বের সাথে তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ রাতে পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানের মাধ্যমে অভিযুক্ত রাব্বি হাওলাদারকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের মূল বক্তব্য এবং তার প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ চুরি হওয়া ল্যাপটপটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়, যা তদন্তের এক বিশাল সাফল্য ছিল।
ভাণ্ডারিয়া থানা পুলিশ জানিয়েছে যে, গ্রেফতারকৃত রাব্বির বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ পুলিশের এই নিম্নমাত্রিক পদক্ষেপ ও বুদ্ধি প্রয়োগে দ্রুত মালামাল উদ্ধারে তাদের সন্তোষ প্রকাশ করেছেন। এই ধরনের দ্রুত পদক্ষেপ ও সহযোগিতা পুলিশের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করে তোলে, যা সমাজের প্রতি জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হয়।
