More

    অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে পাথরঘাটায় মতবিনিময় সভা, জেলা প্রশাসকের গঠনমূলক আহ্বান

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ: পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে পাথরঘাটা উপজেলায় সকল পক্ষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় পাথরঘাটা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, নির্বাচনী প্রার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ ও বরগুনা-২ সংসদীয় আসনের রিটার্নিং অফিসার এবং বরগুনা জেলা প্রশাসক তালছলিমা আক্তার।

    মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, একটি নির্বাচন তখনই গ্রহণযোগ্য হয়, যখন সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত থাকে। নির্বাচন মানে প্রতিযোগিতা হলেও তা হতে হবে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

    তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, প্রলোভন কিংবা গুজব ছড়ানোর সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

    সভায় গণভোটের গুরুত্ব নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এ বিষয়ে প্রচার-প্রচারণা আরও জোরদার করার ওপর তাগিদ দেওয়া হয়। বক্তারা বলেন, গণভোট সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা ও সক্রিয় অংশগ্রহণই একটি অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।

    উপজেলা ভিত্তিক নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ সভার মাধ্যমে প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী ও সচেতন মহলের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গড়ে উঠবে এবং সকলের সম্মিলিত অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থীর কবর জিয়ারত ও মতবিনিময়

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন নির্বাচনী প্রচারণার...