More

    পিরোজপুরে নিখোঁজের ১৫ দিন পর খাল থেকে বাক্‌প্রতিবন্ধী কৃষকের মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলায় নিখোঁজের দীর্ঘ ১৫ দিন পর মারুফ শিকদার (২৭) নামে এক বাক্‌প্রতিবন্ধী কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারুফ শিকদার সদর পিরোজপুর উপজেলার রায়েরকাঠি এলাকার শাহেদ শিকদারের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি মারুফ।

    চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। পরদিন ২৪ ডিসেম্বর পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মারুফ এর বাবা শাহেদ শিকদার। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা ব্রাহ্মণকাঠি খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় শরীর বিকৃত হয়ে গেলেও পরবর্তীতে স্বজনরা গিয়ে মারুফের মরদেহ শনাক্ত করেন।

    নিহত মারুফ শিকদার পেশায় কৃষক ছিলেন। কথা বলতে না পারলেও কঠোর পরিশ্রম দিয়ে সংসার আগলে রেখেছিলেন তিনি। তার মৃত্যুতে দেড় বছর বয়সী এক অবুঝ সন্তান এবং তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন। বাক্‌প্রতিবন্ধী এই যুবকের এমন রহস্যজনক মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মাঝে বিরাজ করছে বিষাদময় পরিবেশ। এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান:”আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছি।

    মরদেহটি অর্ধগলিত হওয়ায় মৃত্যুর কারণ এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড। সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আটক চোরকে গাছের সাথে বেঁধে গণধোলাই

    বরিশালের গৌরনদীতে রাতের আঁধারে চুরি করতে এসে গ্রামবাসীর হাতে আটক হয়েছে নাজমুল সরদার (২৪) নামের এক চোর। পরবর্তীতে উত্তেজিত...