বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক পরিত্যক্ত ভবন এখন মাদকসেবীদের অবাধ আড্ডাস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যা নামলেই এসব ভবনে কয়েকটি দলে বিভক্ত হয়ে মাদকসেবীরা মাদকের আসর বসাচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় সূত্র ও সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা যায়, মাদকের অর্থ জোগাতে মাদকসেবীরা চুরি ও ছিনতাইয়ের পাশাপাশি পরিত্যক্ত ভবনগুলোর লোহার বিম, দরজা ও জানালা খুলে বিক্রি করছে। এতে সরকারের কোটি টাকার মূল্যবান সম্পদ ধ্বংসের মুখে পড়েছে।
এছাড়া এসব ভবনে ছাগল ও মুরগি পালনের দৃশ্যও চোখে পড়েছে। এদিকে দিনের বেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে গরু-ছাগলের অবাধ যাতায়াত দেখা যায়। যেখানে-সেখানে পশুর মলমূত্র ত্যাগের কারণে পুরো পরিবেশ নোংরা হয়ে উঠছে। ফলে চিকিৎসাপ্রত্যাশী রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাইদুল ইসলাম বলেন, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চারটি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবনে মাদকসেবীদের আড্ডা বসার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পাশাপাশি উপজেলা প্রশাসনকেও অবহিত করেছি। খুব শিগগিরই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
