More

    বরিশালে বাড়ি ফেরার পথে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল। নিহত ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) ওই গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

    স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঞ্জু বেপারী যাত্রী নামিয়ে রাত পৌনে ১১টার দিকে ভ্যান নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। পথে প্রতিবেশী ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকার পৌঁছালে কয়েকজন তার পথরোধ করে। তারা মঞ্জু বেপারীকে এলোপাথাড়ি কুপিয়ে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

    এ সময় মঞ্জু বেপারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক টিপু সুলতান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মঞ্জু সরদারের মৃত্যু হয়েছে। ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। শিশুটির চাচা...