More

    বাকেরগঞ্জে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ ও শীত কালীন পিঠা উৎসব অনুষ্ঠিত।

    অবশ্যই পরুন

    বরিশাল সংবাদ দাতা:  বাকেরগঞ্জের গারুরিয়া কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শীত কালীন পিঠা উৎসব ২০২৬ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে পিঠা উৎসব আয়োজক কমিটির সভাপতি ও গারুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কাইউম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিন ব্যাপী এ পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তন্ময় হালদার। এক সময়ে প্রতিটা ঘরে ঘরে আনন্দ উদ্দীপনা নিয়া বাঙ্গালি সংস্কৃতির ঐতিহ্য শীতকালীন পিঠা তৈরি ও খাওয়ার উৎসব চলত।

    কিন্তুু আধুনিক সভ্যতার বেড়াজালে দৈনন্দিন কাজের চাপে হারিয়ে যেতে বসেছে চিরায়ত বাংলার সেই পুরনো সংস্কৃতি। শীত কালীন পিঠাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং এ ঐতিহ্য যাহাতে বাংলার প্রতিটা ঘরে আবার ফিরে আসে সেই লক্ষ্যে উপজেলার গারুরিয়া কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিবছর পৌষের শেষে আয়োজন করা হয় এ পিঠা উৎসব।

    পিঠা উৎসবে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিজ হাতে তৈরিকৃত বাহারী পিঠার মোট ২৫ টা স্টল ছিল। একই দিন প্রধান অতিথির মাধ্যমে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী দের মাঝে ফ্রি স্কুল ড্রেস বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালের ছয় আসন : এক ঘরে ছয় কোটি, আরেক ঘরে শূন্য

    একটি ফরম। কয়েকটি কলাম। নাম, পেশা, আয়, সম্পদ। নির্বাচন এলেই এই কাগজটাই হয়ে ওঠে প্রার্থীদের অবস্থার নীরব দলিল। বরিশালের...