মাদারীপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলায় হাতবোমা (ককটেল) তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮, সিপিসি-৮, মাদারীপুর।
এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর বেপারী (৩৫), পিতা—মৃত সিদ্দিক বেপারী, নিজ বসতঘরে অবৈধভাবে ককটেল বা হাতবোমা তৈরি করছিলেন বলে অভিযোগ রয়েছে।
হঠাৎ একটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বসতঘরটির টিনের চাল ও বেড়া ছিন্নভিন্ন হয়ে চারদিকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে। অভিযানের অংশ হিসেবে র্যাব-৮, সিপিসি-৮, মাদারীপুর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অবৈধ বিস্ফোরক দ্রব্য তৈরি ও সংরক্ষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
