More

    মাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা ২ ছেলের

    অবশ্যই পরুন

    গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিসংক্রান্ত ঘটনায় নিজের মাকে জীবিত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে। জানা গেছে, মো. সাত্তার মোল্লা ও মা আছমা বেগম দম্পতির চার ছেলে।

    তারা সবাই একই বাড়িতে বসবাস করেন। বাড়ির পাশে থাকা জমির কিছু অংশ বিক্রি করে বাবা সাত্তার মোল্লা তার ছোট দুই সন্তান হাবিল মোল্লা ও আফতাব মোল্লাকে দেন। এ দুই ছেলে আর্থিকভাবে অসচ্ছল।

    এ নিয়ে সাত্তার মোল্লার বড় দুই ছেলে রাসেল মোল্লা (৩৫) ও রনি মোল্লা (৩০) ক্ষিপ্ত হয়ে তাদের নিজ বাড়ির সামনে কবর খুঁড়ে মাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে।

    প্রতিবেশীরা জানান, কয়েক দিন ধরেই তাদের নিজেদের ভেতরে কলহ চলছিল। ঘটনার দিন বড় দুই ছেলে ঘরের সামনে কবর খুঁড়ে মাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করে। তখন মা আসমা বেগমের ডাক-চিৎকারে আমরা এগিয়ে যাই। তাকে উদ্ধার করে পুলিশকে জানানো হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে কাশিয়ানী থানা পুলিশ আটক করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ আসনে (রাজাপুর–কাঠালিয়া) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে করা আপিলে প্রার্থীতা ফিরে...