মাদারীপুর থেকে একটি ট্রাকের চালককে কুপিয়ে লুট করা ৪৬২টি খালি এলপি গ্যাসের (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার আশুলিয়ার গকুলনগর টানপাড়া থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে শিবচর থানা পুলিশ অভিযান চালিয়ে সিলিন্ডারগুলো উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাহউদ্দিন কাদের।
তিনি জানান, ৭ জানুয়ারি রাতে আশুগঞ্জ থেকে আইগ্যাসের খালি সিলিন্ডারবাহী একটি ট্রাক শিবচর থানাধীন বাচামারা এলাকায় পৌঁছালে ডাকাতদলের সদস্যরা ট্রাকের গতিরোধ করে চালককে কুপিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর তারা চালককে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৪৬২টি খালি সিলিন্ডার লুট করে পালায়।
তিনি আরও জানান, শিবচর থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সাহায্যে আশুলিয়ার গকুলনগর টানপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সিলিন্ডারগুলো উদ্ধার করে। তবে অভিযানের খবর পেয়ে ওই বাড়ির লোকজন পালিয়ে গেছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান এখনো চলছে।
