More

    কালকিনিতে সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে জেলা নির্বাচন কমিশনের মতবিনিময়

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে মাদারীপুর-৩ আসনের সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে জেলা নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

    মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম এ সভায় সভাপতিত্ব করেন। সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইনানুগ আচরণ নিশ্চিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাইফ-উল-আরেফিন,মাদারীপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক শুভ্র চৌধুরী, কালকিনি উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মাহমুদুল হাসান, র‌্যাব-৮ এর কমান্ডার মীর মনির হোসেন, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নিহার রায় এবং কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে পলাতক প্রধান শিক্ষক, মাদরাসায় আগুন

    নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে...