কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে মাদারীপুর-৩ আসনের সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে জেলা নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম এ সভায় সভাপতিত্ব করেন। সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইনানুগ আচরণ নিশ্চিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাইফ-উল-আরেফিন,মাদারীপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক শুভ্র চৌধুরী, কালকিনি উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মাহমুদুল হাসান, র্যাব-৮ এর কমান্ডার মীর মনির হোসেন, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নিহার রায় এবং কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
