More

    কাঁঠালিয়া নাগরিক ফোরামের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন প্রতিনিধি

    অবশ্যই পরুন

    মো ইমরান মুন্সী:  ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার সামাজিক সংগঠন ‘কাঁঠালিয়া নাগরিক ফোরাম’-এর আগামী ২ বছর মেয়াদী (২০২৫-২০২৭) ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। ‘গণ মানুষের কথা বলে…’ এই স্লোগানকে সামনে রেখে গঠিত এই কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। ​নবগঠিত এই কমিটিতে মোঃ বাদল হাওলাদার-কে সভাপতি এবং সোহেল জমাদ্দার-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

    ​ ​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন: ​সিনিয়র সহ-সভাপতি: কামরুজ্জামান লিটন। ​সহ-সভাপতি: মোঃ কবির আলম, মোঃ আঃ ছালাম মল্লিক, শওকত হোসেন সোহেল, মোস্তফা কামাল এবং এইচ এম সাদিক কামাল। ​যুগ্ম সম্পাদক: কাজী মাসুদ। ​সহ-যুগ্ম সাধারণ সম্পাদক: রিপন মুন্সী ও শাকিল হোসেন। ​সাংগঠনিক সম্পাদক: মোঃ রাজিব তালুকদার। ​কোষাধ্যক্ষ: শফিকুল ইসলাম শাওন। ​দপ্তর সম্পাদক: সোলায়মান হোসেন সৈকত। ​প্রচার সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম খান।

    ​অন্যান্য সম্পাদকীয় পদে ​কমিটিতে বিভিন্ন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন— এম.এ আজিজ (প্রচার ও প্রকাশনা), প্রভাষক মোঃ মিরাজ হোসেন (শিক্ষা), মুজাহিদুল ইসলাম (ধর্ম), আশিক চন্দ্র দাস (হিন্দু ধর্ম বিষয়ক), ইলিয়াাস হোসেন হাওলাদার (তথ্য বিষয়ক), মোসাঃ লিনা পারভীন (মহিলা বিষয়ক), ইমরান মুন্সী (যুব বিষয়ক) এবং অ্যাডভোকেট ফয়সাল আহম্মেদ (আইন বিষয়ক)।

    ​নির্বাহী সদস্য ও সদস্যবৃন্দ হিসেবে ​কমিটিতে খলিলুর রহমান, মোঃ পনির হাওলাদার, মাহাবুব আলমসহ মোট ৫১ জন সদস্যকে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা হয়েছে। ​সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটি কাঁঠালিয়া উপজেলার সামাজিক উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশের স্বপ্নরাজ্য পার্ক...