পিরোজপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ ( পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। এ আসনে দীর্ঘ ২৯ বছর পর দলীয় প্রতীকে ধানের শীষের প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনের নাম আসার পর থেকে স্থানীয় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি লক্ষ্য করা যাচ্ছে।
দীর্ঘ সময় পর জোটের পরিবর্তে নিজস্ব প্রার্থী পাওয়ায় পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
দলীয় সূত্র মতে, প্রার্থীর নাম ঘোষণার পর থেকে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নেতা-কর্মীরা নিয়মিত মতবিনিময় সভা ও জনসংযোগ শুরু করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার করাই এখন স্থানীয় বিএনপির মূল লক্ষ্য।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা প্রার্থীর ব্যক্তিগত ইমেজ এবং এলাকার উন্নয়নের পরিকল্পনাকে প্রাধান্য দিচ্ছেন। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজারের আলোচনায় এখন নির্বাচনী পরিবেশ ও প্রার্থীদের যোগ্যতা নিয়ে বিশ্লেষণ চলছে। ভোটারদের একটি অংশ মনে করছেন, শিক্ষিত ও সজ্জন প্রার্থী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিরোজপুর-১ আসনে বিএনপির তৃণমূল পর্যায়ে যে ঐক্য দেখা যাচ্ছে, তা নির্বাচনী লড়াইয়ে দলটিকে শক্ত অবস্থানে রাখতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে পারলে এ আসনে ধানের শীষের পক্ষে একটি জোরালো প্রতিদ্বন্দ্বিতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
