More

    বরিশালে পুকুর থেকে পানি তুলতে গিয়ে পা পিছলে পড়ে এক গৃহবধূর মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশাল বিভাগের পটুয়াখালীর বাউফল উপজেলায় পুকুর থেকে পানি তুলতে গিয়ে পা পিছলে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

    শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত গৃহবধূর নাম মরিয়ম বেগম (৩০)। মরিয়ম বেগম দাসপাড়া এলাকার সুজন সিকদারের স্ত্রী। তাদের সংসারে দুইটি ছোট সন্তান রয়েছে। বড় ছেলে মাহিনের বয়স ১০ বছর এবং ছোট ছেলে মায়ানের বয়স মাত্র ৩ বছর।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় মরিয়ম বেগম নিজ বাড়ির পুকুর থেকে বালতিতে পানি তুলতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি পুকুরে পড়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

    বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ বরিশাল ডট নিউজকে বলেন, গৃহবধূ মরিয়ম বেগমকে হাসপাতালে আনার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় টিএমএসএস এর ১০৫৫ তম শাখার উদ্‌বোধন

    স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ক্ষুদ্র ঋণ সহায়তা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে টিএমএসএসের ১০৫৫ তম শাখার শুভ...