More

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে ২৩ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস 

    অবশ্যই পরুন

    পটুয়াখালী, প্রতিনিধি: বিশেষ কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

    শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ এলসিভিপি-০১২ এবং রাঙ্গাবালী নৌ-পুলিশের সদস্যরা।

    মৎস্য বিভাগ জানায়, অভিযান চলাকালে রাঙ্গাবালী উপজেলার সোনারচর, মায়ার চর, তেতুলিয়া নদী ও সাগর মোহনায় টহল দিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়। এতে মোট ১৬ হাজার মিটার কারেন্ট জাল, ৩১টি বেহুন্দি জাল এবং ৩০টি চর ঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

    রাঙ্গাবালী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, অভিযান শেষে উপজেলার গহিনখালী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় টিএমএসএস এর ১০৫৫ তম শাখার উদ্‌বোধন

    স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ক্ষুদ্র ঋণ সহায়তা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে টিএমএসএসের ১০৫৫ তম শাখার শুভ...