More

    হাদী হত্যার বিচারের দাবিতে বরগুনায় ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি শুরু

    অবশ্যই পরুন

    হাদী হত্যার বিচারের দাবিতে বরগুনায় ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পোস্টার লাগানো কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে বরগুনা নাথপট্টি লেকের পাড়ে এই কর্মসূচি শুরু হয়।

    কর্মসূচির অংশ হিসেবে বরগুনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ সরকারি কলেজ প্রাঙ্গণেও বিচার দাবির পোস্টার সাজানো হয়। পুরো কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে আপ বাংলাদেশ। সংগঠনটির সদস্যরা পরিকল্পিতভাবে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়ে হাদী হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানান।

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তারা আরও জানান, এটি কেবল শুরু—বিচারের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে খুব শীঘ্রই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

    আগামী কর্মসূচির অংশ হিসেবে বরগুনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গ্রাফিতি করার পরিকল্পনার কথাও জানান তারা। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

    এদিকে, স্থানীয় সচেতন নাগরিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে হাদী হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

    বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভা...