More

    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগৈলঝাড়ায় কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সম্ভাব্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সাথে বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লিখন বণিকের সভাপতিত্বে উপজেলার ৫টি ইউনিয়নের ৬০টি ভোট কেন্দ্রের বিভিন্ন সমস্যা ও আইন— শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগৈলঝাড়া প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং অফিসার ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমনকে অবহিত করেন। তাদের কথা শুনে তিনি ভোটের পূর্বেই বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

    এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল—১ আসনের জামায়াতে ইসলামির প্রার্থী মওলানা কামরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. এস এম মনজুর—এ—এলাহি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়জিদ সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোর্শেদ সজীব ও আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আমতলীতে গণভোট নিয়ে বরগুনা জেলা প্রশাসকের সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে আমতলীতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদের...