More

    পিরোজপুরে ডিবির অভিযানে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ আটক -১

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ বদরুল ইসলাম (৩৭) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৮ জানুয়ারি) রাতে নাজিরপুর উপজেলার মাটিভাঙা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বদরুল ইসলাম ওই ইউনিয়নের মাটিভাঙা গ্রামের মৃত মহল আলী সেখের ছেলে।

    জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল মাটিভাঙা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় বদরুলের হেফাজত থেকে ২টি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী অবৈধভাবে কেনাবেচা ও পাচারের সাথে জড়িত।

    পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তক্ষকসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আমতলীতে গণভোট নিয়ে বরগুনা জেলা প্রশাসকের সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে আমতলীতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদের...