আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে আমতলীতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদের নিয়ে এক সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (সকাল ১১টা) আমতলী পৌরসভা মিলনায়তনে এ সভার আয়োজন করে আমতলী উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ও বরগুনা–১ ও ২ সংসদীয় আসনের রিটার্নিং অফিসার মিজ তাছলিমা আক্তার।
সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খোদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর আরিফ চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হকসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
গণভোট বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার। সভায় পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি আরও বলেন, গণভোট নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে, তবে ভোটার কোথায় ভোট দেবেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কেউ এমন অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্নে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
