More

    ট্রলারসহ ২৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারত

    অবশ্যই পরুন

    বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশের ১টি ট্রলারসহ ২৪ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। রোববার (১৮ জানুয়ারি) রাতে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি ফিশিং ট্রলারটি আটক করে ভারতীয় কোস্টগার্ড। আটক ট্রলারটির নাম এফবি সাফওয়ান।

    এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (১৮ জানুয়ারি) রাতে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক সামুদ্রিক সীমান্তরেখা এলাকা থেকে বাংলাদেশি ট্রলারসহ জেলেদের আটক করে ভারতের কোস্টগার্ড। এ সময় বাংলাদেশের ট্রলারটি ভারতের জলসীমায় মাছ ধরছিল বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

    সোমবার (১৯ জানুয়ারি) সকালে ২৪ জেলেসহ আটক ট্রলারটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়। পরে তাদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, আটক জেলেদের বিরুদ্ধে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু

    মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক নির্বাচনি সভায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে...