More

    বরিশালের মাদক ব্যবসায়ী শামীম গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশালে ৩০ পিস ইয়াবাসহ শামীম হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরীর পোর্টরোডস্থ হোটেল সী প্যালেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার শামীম হাওলাদার নগরীর ১৭নং ওয়ার্ডস্থ ফকির বাড়ি রোড এলাকার মো.শাহিন হাওলাদারের ছেলে।
    পুলিশ জানায়- রবিবার দুপুরে নগরীর পোর্টরোড এলাকার আবাসিক হোটেলগুলোতে অভিযান চালায় মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় হোটেল সী প্যালেসের একটি কক্ষ থেকে মাদক সেবনরত অবস্থায় শামীমকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    শামীম হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনা সরকারি কলেজে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সচেতনতা কোর্স

    বরগুনা প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী সচেতনতা কোর্স–২০২৬”। মঙ্গলবার (২০ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে...