More

    বরিশালে পৌষের হাঁড় কাঁপানো শীত মাঘে উধাও

    অবশ্যই পরুন

    বরিশালে পুরো পৌষ জুড়েই শীতের দাপটের পরে মাঘের শুরু থেকে তা অনেকটাই স্তিমিত। পুরো বরিশাল অঞ্চল জুড়ে এখন পর্যন্ত ‘মাঘের শীত বাঘের গায়’ প্রবদটি এবার অনেকটাই অনুপস্থিত। মাঘের শুরু থেকে এ পর্যন্ত স্বাভাবিক শীতের দেখা নেই। জানুয়ারীতে বরিশালে স্বাভােিবক সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯’র স্থলে মঙ্গলবার সকালে ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। অনুরূপভাবে এসময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬’র স্থলে মঙ্গলবার দুপুরে তা ২৮ডিগ্রীর ওপরে উঠে যায়।

    গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ যেমনি স্বাভাবিকের ১-৩ ডিগ্রি ওপরে, তেমনি মেঘের সাথে কুয়াশা দুর হওয়ায় রোদের তেজও কিছুটা বেড়েছে। ফলে শীতের অনুভূতিও স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকায় সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর আগমন কিছুটা কম বলেই মনে হচ্ছে। গত নভেম্বরের শুরু থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত শুধু সরকারি হাসপাতালেই ১০ হাজারেরও বেশী নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগী ভর্তি হয়েছেন। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন আরো অন্তত ১৫ হাজার।

    তবে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে উঠে যাওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি মিললেও গমর ফলনের ক্ষেত্রে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কার কথাও বলেছেন মাঠ পর্যায়ের কৃষিবীদগন। চলতি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ৬০ হাজার হেক্টরে ২ লাক্ষাধিক টন গম উৎপাদনের লক্ষ্য রয়েছে। কিন্তু শীতের দাপট কমে আসায় বোরো বীজতলা ‘কোল্ড ইনজুরি’ এবং গোল আলুর জমি ‘লেট ব্লাইট’ নামে ছত্রাকবাহী রোগ থেকে রক্ষা পেলেও এবার পৌষের লাগাতার ঘন কুয়াশা ও তীব্র শীতে ইতোমধ্যে বরিশাল অঞ্চলের বিশাল এলাকার শীতকালীন সবজির গুণগতমান বিনষ্ট হয়েছে।

    চলতি রবি মৌসুমে ভাটি এলাকার বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ৭৮ হাজার হেক্টরে শীতকালীন সবজির আবাদও শেষ পর্যায়ে। অপরদিকে, এ অঞ্চলে প্রায় ১৮ লাখ টন বোরো চাল ঘরে তোলার লক্ষ্যে ৩.৮৫ লাখ হেক্টরে বোরো রোপণ সম্পন্ন করতে ২০ সহস্রাধিক হেক্টরে বীজতলা তৈরির কাজও শেষ হয়েছে। ইতোমধ্যে প্রায় ২০ভাগ জমিতে বোরা রোপণ সম্পন্নের কথা বলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রায় ১৫ হাজার হেক্টরে গোল আলুর আবাদও প্রায় শেষ পর্যায়ে।

    আবহাওয়া বিভাগের মতে, মৌসুমের একটি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ বরিশাল উপক’ল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মঙ্গলবার তাপমাত্রার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও, বুধ ও বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার কথা জানিয়ে, শুক্র ও শনিবার তা পুনরায় বাড়তে পারে বলেও জানিয়েছে আওবাওয়া দপ্তর। এমনকি শুক্রবারের পরবর্তী ৫ দিনও আবহাওয়ার ‘উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই’ বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মেঘনায় নৌকাডুবি, নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার

    মেঘনা নদীতে ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাডুবিতে নিখোঁজের ১০ দিন পর তিন জেলের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। এ ঘটনায় নিখোঁজ...