এম এইচ কামাল বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৫) বিকেলে উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর আহ্বায়ক ও বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি তার বক্তব্যে শহীদ জিয়ার দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার এবং উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খান।

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য জিয়াউল আহসান জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, হারুন অর রশিদ শিকদার, শিকদার খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম ভিপি দুলাল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান আলীম জোমাদ্দার, সহ-সভাপতি কাজী শাহ আলম, উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার, মশিউর রহমান মাসুদ, স্বপন শিকদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, সদস্য সচিব মো. আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মনিরুজ্জামান মনির, পৌর শ্রমিক দলের সভাপতি আ. খালেক হাওলাদার, উপজেলা মহিলা দলের সভাপতি মীর্জা খাদিজা বেগম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন হাওলাদার, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনিসহ আরও অনেকে।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
