সুমন দেবনাথ : বরিশালের বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট) বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু ” আব্দুল মান্নান ” ২১ জানুয়ারি(বুধবার) পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে স্যারের জ্যেষ্ঠ পুত্র বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক আইডিতে জানান, আমার বাবা জনাব আব্দুল মান্নান মাস্টার রোজ বুধবার রাত ৩:৪০ মিনিটের সময় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত শিক্ষাগুরু আব্দুল মান্নান এমন একজন শিক্ষক ছিলেন যিনি তাঁর অসাধারণ জ্ঞান, নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর জীবনে গভীর ছাপ রেখে গেছেন। শুধু শ্রেণীকক্ষে নয় শিক্ষা, সমাজ বা জাতি গঠনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর চলে যাওয়াতে শোকে স্তব্ধ নাগরিক সমাজ। শুধু শোকই নয় বরং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয় সর্বস্তরের মানুষের পক্ষ থেকে।
ব্যাক্তি জীবনে সদালাপী, মিষ্টভাষী সকলের প্রিয় এই শিক্ষক যিনি পাঠ্যক্রমের বাইরেও জীবনে একজন শিক্ষিত, সুনাগরিক হয়ে গড়ে ওঠার শিক্ষা দিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে ভালো মানুষ হওয়ার বীজ বপন, সহানুভূতিশীল ও সৎ হতে শিখিয়ে গিয়েছেন।
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও পথপ্রদর্শক আব্দুল মান্নান স্যারের রেখে যাওয়া কর্ম ও আদর্শ এই জনপদের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণা, তাঁর চিরবিদায়ে শিক্ষাঙ্গনে শোকের মাতম, অপূরনীয় ক্ষতি ও শূন্যতার সৃষ্টি হয়েছে।
তাঁর মৃত্যুতে অত্র এলাকাবাসীর সর্বস্তরের জনসাধারণ স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁর জানাজার নামাজ নিজ কর্মস্থল বানারীপাড়া হাইস্কুল প্রাঙ্গণে আজ বাদ আসর অনুষ্ঠিত হয়ে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
