বরগুনা প্রতিনিধি : ৩৪ বছর পর আবারও গণভোটের মুখোমুখি হচ্ছে দেশ। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। এ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশজুড়ে প্রচারণায় নেমেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে সরকারের ১৮ জন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী দেশের ৫৮টি জেলা সফর করছেন।
সপ্তাহব্যাপী এ কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ জানুয়ারি) বরগুনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসাইন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিষয়ে সরকার জনগণকে উৎসাহিত করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনগণ। তিনি স্পষ্ট করে বলেন, “গণভোট নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে, কিন্তু সিদ্ধান্ত জনগণের। কোনো ধরনের কারচুপির সুযোগ দেওয়া হবে না।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায়। এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
বরগুনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নির্বাচন পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটের দিন নিরাপত্তা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। গণভোট ও সংসদ নির্বাচনকে ঘিরে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন,একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে, ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, ভোট সঠিকভাবে গণনা করা এবং প্রকৃত বিজয়ী প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেকের ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতে পারে। তবে সেই মতামতের ভিত্তিতে কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ বা কর্মকাণ্ড করা যাবে না। সরকার নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া উপদেষ্টাদের এই দেশব্যাপী সফর চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। সফরের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের যৌক্তিকতা ও এর সম্ভাব্য সুফল তুলে ধরার পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করছে অন্তর্বর্তীকালীন সরকার।
