More

    বরগুনায় ঘোষণা “শহীদ ওসমান হাদী চত্বর”

    অবশ্যই পরুন

    বরগুনা প্রতিনিধি: শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় একটি গুরুত্বপূর্ণ স্থানের নতুন নামকরণ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) জুম্মাবাদ বরগুনা পৌর শহরের নাথপট্টি লেক সংলগ্ন জিরো পয়েন্টকে আনুষ্ঠানিকভাবে “শহীদ ওসমান হাদী চত্বর” নামে ঘোষণা করা হয়।

    উল্লেখ্য, এই স্থানটি এতদিন বরগুনাবাসীর কাছে দোয়েল চত্বর ও শেখ রাসেল চত্বর নামে পরিচিত ছিল। আজকের কর্মসূচির মাধ্যমে সেই চত্বরেই নতুন নামের সাইন ও লেখা প্রদর্শন করা হয়।

    এই ঘোষণা ও কর্মসূচিতে বরগুনার সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। একই সঙ্গে আয়োজন ও বাস্তবায়নেও শিক্ষার্থী ও জনতার সক্রিয় ভূমিকা ছিল।

    কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই চত্বর ন্যায়বিচারের প্রতীক হিসেবে থাকবে। তারা আরও জানান, বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না এলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। এরই ধারাবাহিকতায় সামনে বৃহৎ পরিসরে “মার্চ ফর ইনসাফ” কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

    বক্তারা বলেন, এই নামকরণ কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়—এটি বরগুনার জনতার পক্ষ থেকে ন্যায়বিচারের প্রতীকী ঘোষণা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে জনসভার মাঠ পরিদর্শনে বিএনপি নেতারা

    বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভার মাঠ বেলস পার্ক পরিদর্শন করছেন বিএনপির নেতারা। বিএপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা শুক্রবার...