পটুয়াখালীর কলাপাড়ায় ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীণ জনপদ। ভোর থেকে বেলা বাড়া পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। তীব্র ঠান্ডায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১১.০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় কুয়াশার দৃষ্টিসীমা ছিলো ৫০ মিটারের নিচে।
শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশায় বিভিন্ন যানবাহনের চালকও বেকায়দায় পড়েছেন। দিনের বেলায়ও চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
বাস ড্রাইভার ইব্রাহিম বলেন, আমরা কুয়াশার জন্য গাড়ি চালাতেই পারি না। ঝাকেঝাকে কুয়াশা আসে। এতে এক্সিডেন্টের ভয়ে বাস চালাতে খুবই সতর্ক থাকতে হয়।
