More

    বরিশালে রাতের আঁধারে ৭ দোকান পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীতে আগুনে পুড়ে ছাই হয়েছে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার নূরিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি খাবার হোটেল থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

    তারা জানায়, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাতটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।’ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মধ্যরাতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

    এতে সোহান ও শহিদের দুটি খাবার হোটেল, মাইনুল ও সাইদুলের দুটি চায়ের দোকান, ইসমাইলের ফটোকপির দোকান, মাসুদের মুদি দোকান ও আসলামের দধি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা আলম হোসেন জানান, আগুনে মোট সাতটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া একটি পাখির খাবার বিক্রির দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বেশিরভাগ ব্যবসায়ী পিকনিকে বরিশালের বাইরে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস বরিশাল স্টেশনের অফিসার রবিউল ইসলাম বলেন, ‘তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সম্পর্কের মনমালিন্যে প্রেমিকের দেহ পাঁচ টুকরো করেন সুফিয়া

    চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় দুই কাটা হাত উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে জানা গেছে,...