More

    বরগুনায় রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবস্থান, পুলিশ সদস্য আটক

    অবশ্যই পরুন

    বরগুনার পাথরঘাটা উপজেলায় রাতে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবস্থানকালে স্থানীয়দের হাতে আটক হয়েছেন পুলিশ সদস্য। থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে থানায় নেওয়া হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে। আটক পুলিশ সদস্যের নাম মেহেদী হাসান।

    তিনি পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কনস্টেবল পদে কর্মরত। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই পুলিশ সদস্য একটি মোটরসাইকেলে করে প্রবাসীর বাড়িতে আসেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার উপস্থিতি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন বাড়িটির দিকে নজর রাখেন।

    একপর্যায়ে রাত ১১টার দিকে তারা পুলিশ সদস্য ও ওই গৃহবধূকে আটক করে। পরে উত্তেজিত জনতা পুলিশ সদস্যকে খাটের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। খবর ছড়িয়ে পড়লে সেখানে লোকসমাগম বাড়তে থাকে। পরে রাত প্রায় ৪টার দিকে থানা পুলিশের সহযোগিতায় দুজনকে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।

    এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তিরা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও...