More

    গলাচিপায় মালিকানা বিহীন কুকুর ও বিড়ালের বিনামূল্যে জলাতঙ্ক টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় মালিকানাবিহীন কুকুর ও বিড়ালের জন্য বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

    ২৪ জানুয়ারি ২০২৬ (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিট গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এ কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও বিশ্বস্বাস্থ্য–২ শাখার সিনিয়র সহকারী সচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব মো. মহিউদ্দিন আল হেলাল।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রহমান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবদুল হাই প্রমুখ।

    জেলা প্রশাসন পটুয়াখালী’র উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসন গলাচিপার সহযোগিতায় স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন Animal Lovers of Patuakhali (ALP) এই টিকাদান কর্মসূচির আয়োজন করে।

    গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে গলাচিপা উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হয়।

    আয়োজকরা জানান, জলাতঙ্ক একটি মারাত্মক ও প্রাণঘাতী রোগ। এ রোগ প্রতিরোধে সময়মতো টিকাদান অত্যন্ত জরুরি। এ উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রাণিকল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ত্যাগ ও আদর্শের আলোয় উদ্ভাসিত জিয়া অন্তঃপ্রাণ নেতা দুলাল হোসেন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আদর্শের রাজনীতিতে চড়াই-উৎরাই থাকবে। সবসময় আপনি পুরস্কৃত হবেন এমনটি নয়। কখনও আপনার পরীক্ষার সময়,কখনও আপনাকে কঠিন...