More

    বরগুনায় ডিসি অফিসে ঢুকে যুবকের হত্যার হুমকি

    অবশ্যই পরুন

    বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকে হত্যার হুমকির অভিযোগে ইব্রাহিম (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।  ইব্রাহিম বরগুনা সদরের বাশবুনিয়া এলাকার মো. ইউনুস হাওলাদারের ছেলে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে এঘটনা ঘটে বলে জানান গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম।

    তিনি বলেন, সকাল সাড়ে ৯টা থেকে ওই যুবক অফিসের সামনে ঘোরাঘুরি করছিল এবং বারবার ডিসি (জেলা প্রশাসক) স্যারের কথা জিজ্ঞাস করছিল। পরে যখন অফিস খুললাম তখন সে আমাকে ধাক্কা দিয়ে অফিসের মধ্যে ঢুকে পড়ে দৌড়ে গিয়ে স্যারের অফিস কক্ষে ঢোকে। সেখানে তাকে না পেয়ে আবার আমাদের কক্ষের সামনে আসে। তখন আমি তার কোমরে থাকা টিউবওয়েল খোলার একটি রেঞ্জ (পাইপ রেঞ্জ) পাই।

    এরপর সে আমার হাত থেকে সেটি জোর করে ছিনিয়ে নিয়ে আমার ওপর আঘাত করে। এতে আমার হাত ফেটে যায়।  তিনি আবারও বলেন, পরে সবার সহযোগিতায় আমরা তাকে ধরে ফেলি এবং বিষয়টি সদর থানায় জানালে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

    এসময় তিনি আমাকে হত্যার হুমকি দিয়ে বলেন, জেল থেকে বের হয়ে তোকে মেরে ফেলবো। বরগুনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি জেনারেল) অনিমেষ বিশ্বাস বলেন, ইব্রাহিম নামের ওই যুবককে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মেজ ভাই হাদির সন্তানকে যুক্তরাজ্য নিয়ে যেতে চান, হাদির স্ত্রীর ‘না’

    যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ পেয়েছেন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের...