More

    ভাণ্ডারিয়া পুলিশের সফল অভিযান: ১৫ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সিদ্দিক গ্রেফতার

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক, ভান্ডারিয়া: পিরোজপুর পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য সিদ্দিক ভূঁইয়াকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। ২৫ জানুয়ারি (রোববার) শেষ রাতে তাকে গ্রেফতার করা হয়।

    ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি চৌকস দল আজ রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় গৌরীপুর ইউনিয়নের রাধানগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য সিদ্দিক ভূঁইয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

    ​গ্রেফতারকৃত সিদ্দিক ভূঁইয়া বরগুনা জেলার বামনা থানার সোনাখালী গ্রামের এমাদুল হক ভুঁইয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে পিরোজপুর ও বরগুনাসহ বিভিন্ন জেলায় ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

    ​পুলিশি তদন্তে দেখা গেছে, সিদ্দিক ভূঁইয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। সে ওই অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন কুখ্যাত অপরাধী।

    ​ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন একদল দুষ্কৃতকারী রাধানগর এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ডাকাত সদস্য সিদ্দিককে গ্রেফতার করা হলেও তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লালমোহনে পৌর করমেলার উদ্বোধন করলেন ইউএনও মো: শাহ আজিজ

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: পৌর করে চলছে উন্নয়নের চাকা সুষম সেবা ও উন্নয়নের পরিকল্পনা আঁকা’’ শ্লোগানে ভোলার লালমোহন পৌরসভার উদ্যোগে...