More

    ঝালকাঠির নলছিটিতে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

    অবশ্যই পরুন

    জুলাইয়ের গন আন্দোলন ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী নেতা শরিফ ওসমান হাদির শৈশবের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাদি হত্যার বিচারে দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ক্যাম্পাস থেকে মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভে শিক্ষার্থীদের সাথে যোগ দেন শরিফ ওসমান হাদির বড় বোন মাসুমা সুলতানা হাদি।

    এসময় তিনি বলেন, হাদি আধিপত্যবাদ বিরোধী হুংকার দিয়ে অপ শক্তির বুকে কাঁপোন ধরিয়ে দিয়েছিল। কিন্তু দেশী বিদেশী ষড়্‌যন্ত্রকারীরা আমার ভাইয়ের জীবন প্রদীপ নিভিয়ে দিল। পরে বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে বাসস্টান্ড এলাকায় এসে এক পথসভায় সভায় মিলিত হয়।

    এ পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ছাত্র প্রতিনিধি সাথী আক্তার, মাহমুদুল হাসান সুজন, মাদ্রাসা শিক্ষার্থী তাসকিয়া আক্তার,মারুফ হোসেন প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করলো তরুণী

    বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে শারমিন আক্তার মিম (২১) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত...