মোঃ জাহিদুল ইসলাম , বাকেরগঞ্জ :বাকেরগঞ্জ উপজেলার এক মাত্র ঐতিহ্য বাহী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিন ব্যাপী ৬২ তম বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
২৮ জানুয়ারি বুধবার সকাল ৯ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচ -কাওয়াজ, মাঠ প্যারেড ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এ ক্রীড়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই তিনি প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবককে নিজ নিজ সন্তানদের সুু স্বাস্থ্য গঠনে খেলাধুলায় প্রতি আগ্রহ তৈরিতে সহযোগিতার আহবান জানান।
