More

    মঠবাড়িয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ॥ গ্রামবাসীর প্রতিবাদ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার : একটি ছাগল নিয়ে পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় সুমন মল্লিক নামে (৩৮) এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে মারুফা বেগম নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভে ফেঁটে যাচ্ছেন এলাকাবাসী।

    প্রশাসনের কাছে সঠিক তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচারের দাবিতে বুধবার (২৮ জানুয়ারি) এলাকার নারী-পুরুষ স্থানীয় প্রধান সড়কে বিক্ষোভ করেন। ভুক্তভোগী সুমন মল্লিক উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে। সে বিয়ের পর গত ১৫ বছর ধরে আমড়াগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মানিক খালী গ্রামের বাসিন্দা শ^শুর মালেক তালুকদারের বাড়িতে বসবাস করেন।

    মারুফা বেগম ও মালেক তালুকদারের বসত ঘরের ব্যবধান মাত্র ৪০ ফুট। ২১ জানুয়ারী আবু হানিফের স্ত্রী মারুফা বেগম চুরির অভিযোগ এনে সুমন মল্লিক ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ সুমনকে গ্রেপ্তার করেন। স্থানীয় বাসিন্দা, বকুল বেগম, ঝর্ণা বেগম, সোহরাফ হোসেন (দোকানী), আঃ গণি তালুকদার, মজিবর তালুকদার, ফাতিমা বেগমসহ অসংখ্য নারী পুরুষ বলেন, আমাদের প্রত্যেকেরই বাড়ি ১‘শ গজের মধ্যে। মারুফার ঘরে চুরি হয়েছে, মারুফ চোরের সাথে রাতে তর্ক করেন। পরে তিনি নাকি চিৎকার করেন।

    আমার আশপাশের কেহই জানতে পারলাম না। অথচ তার প্রায় ৩ কিলোমিটার দূরের তার আত্মীয় সকালে এসে স্থানীয়দের জানান মারুফার বাসায় চুরি হয়েছে। সকালে সুমন ও গ্রামের লোকজন পুলিশের সাথে ওই বাড়ি দেখা-শুনা করেন। বিকেলে সুমনকে থানায় ডেকে নিয়ে যায় এবং গ্রেপ্তার দেখানো হয়। স্থানীয়রা ক্ষোভের সাথে আরও বলেন, একটি ছাগল নিয়ে সুমন ও তার শ^শুর মালেক তালুকদারের সাথে মারুফার পূর্বে বিরোধ ছিলো।

    সেই বিরোধকে পুঁজি করে মালেক তালুকদারের সম্পত্তি দখল করের জন্য মারুফা এই মিথ্যা মামলা দিয়েছেন। মালেক তালুকদারের কোন পুত্র সন্তান নেই। জামাতা সুমনকে তাড়াতে পারলে মারুফার সুবিধা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানারা এস আই আলী আকবর বলেন, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্‌বোধন

    মো.নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ...