বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবসা শাখার শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক কর্তৃপক্ষসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালতের আদেশ অনুযায়ী, গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃতরা হলেন—কথিত মামলার বাদী মো. সেকান্দার আলী, বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম, সাবেক প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামান, শিক্ষিকা শেখ জেবুন্নেছা এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ফয়সাল।
মামলার অভিযোগে বলা হয়, শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি ও তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত সংশ্লিষ্ট পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। তবে আদালতের আদেশকে কেন্দ্র করে বিদ্যালয় ও এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
