মো.নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির সভাপতি সাইফ-উল-আরেফিন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিয়া মো.আব্দুল কাইয়্যুম এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের মাদারীপুর-৩ আসনে মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুইদিন ব্যাপী আয়োজিত এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল শেষ হবে।
