নিজস্ব প্রতিবেদক: বরিশালের টরকী বন্দর এলাকায় সড়কে গতিরোধ করে এক ব্যক্তির ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে।

ভুক্তভোগী মোঃ রোমান বেপারীর অভিযোগ, তিনি মেন রাস্তা দিয়ে টরকী বন্দর দিকে যাওয়ার সময় ডালিম সরদার (পিতা: বারেক সরদার), যিনি পূর্ব নন্দনপট্টি জামে মসজিদের পাশের একটি ভবনের বাসিন্দা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার গতিরোধ করেন।
একপর্যায়ে অভিযুক্ত ডালিম সরদার তার গাড়ি থামিয়ে মারধরের চেষ্টা করেন এবং চাকু দিয়ে আঘাত করার উদ্দেশ্যে তেড়ে আসেন। প্রাণভয়ে রোমান বেপারী পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেও অভিযুক্ত দা নিয়ে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি বেগতিক দেখে ভুক্তভোগী পালিয়ে নিজ বাড়িতে চলে যান। পরে অভিযুক্তের বড় ভাই এসে তাকে ডেকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
