More

    নির্বাচন অনুষ্ঠানে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

    অবশ্যই পরুন

    বেতাগী প্রতিনিধি : সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বরগুনার বেতাগীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    ‎‎উপজেলার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বুধবার (২৮ জানুয়ারী) ৫ টায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। এর আগে মঙ্গলবার এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

    কর্মশালায় ৪৪ জন প্রিজাইডিং অফিসার, ২৬০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫২৫ জন পোলিং অফিসার অংশ গ্রহণ করেন।

    বরগুনার রিটানির্ং অফিসার ও জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো: শফিকুল ইসলাম,

    বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম,বরগুনা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মুকিত হাসান খাঁন, বরগুনা জেলা নির্বাচন অফিসার আতীকুল ইসলাম, বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন, নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট তাজবীর হোসেন সজীব, বেতাগী থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম,

    অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামান, নির্বাচন অফিসার আব্দুর রশীদ ও বেতাগী উপজেলা নির্বাচন অফিসার স্বপন চন্দ্রসহ অন্যান্যরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইসলামী শরীয়াভিত্তিক একমাত্র রাজনৈতিক দল হল চরমোনাইর ইসলামী আন্দোলন বাংলাদেশ : নাসির উদ্দীন রোকন

    মোঃ জাহিদুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল ৬( বাকেরগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের নির্বাচনী উঠান বৈঠকে ইসলামী...