More

    বরিশালে কৃষি বিভাগের আঞ্চলিক সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আঞ্চলিক সভা নগরীর খামারবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চলতি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে করণীয় বিষয়সমূহ এবং তা বাস্তবায়নে মাঠ পর্যায়ে ফলোআপ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভায় অতিরিক্ত পরিচালক কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান। একই সঙ্গে শস্য আবাদে বিশেষ সফলতার জন্য বরিশাল অঞ্চলের ১০ জন কৃষককে পুরস্কৃত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    সভায় আরও বক্তব্য রাখেন ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার এস. এম. বদরুল আলম, বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, বরগুনার উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস, পটুয়াখালীর উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, ঝালকাঠির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, ডিএই আঞ্চলিক কার্যালয়ের উদ্যান বিশেষজ্ঞ জি. এম. এম. কবীর খান এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপি নেতা মাহাবুব মাষ্টারের জামায়াতে যোগদান

    রাহাদ সুমন, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: সদ্য পদত্যাগী বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা শাখার সহসভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার তার...