More

    আগৈলঝাড়ায় দুই জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দুই জনে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। মুমূর্ষ অবস্থায় ওই দুই জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের জামাল মীরের মেয়ে স্কুল ছাত্রী সুমী আক্তার (১৭) তার ভাইয়ের সাথে মোবাইল ফোনের মেমোরি কার্ড নিয়ে ঝগড়া হয়। এতে অভিমান করে সুমী বিষপান করলে অসুস্থ্য হয়ে পরে। মুমূর্ষ অবস্থায় সুমীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে শুক্রবার সকালে উপজেলার ছোট বাশাইল গ্রামের সিরাজ ফকিরের ভাগ্নে শরীয়াতপুর জেলার মহেষারহাট গ্রামের আঃ সাত্তার মতিয়ারের ছেলে মনির হোসেন (৩০) তার মামা বাড়ি বেড়াতে এসে স্থানীয় এক প্রেমিকার সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। মনিরকে প্রথমে উপজেলা হাসপাতালে আনলে অবস্থার অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন

    জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। শনিবার (১৩...