More

    গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ দোকান

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    গতকাল রবিবার (১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।

    আগুনে প্রায় ৩০টি ছোটবড় ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সম্পূর্ণ পুড়ে গেছে বাসস্ট্যান্ড মার্কেট। আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পৌর সুপার মার্কেট।

    খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস,বরিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট,বাবুগঞ্জ ফায়ার সার্ভিস,উজিপুর ফায়ার সার্ভিস ও মাদারীপুর ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    আজ সোমবার সকাল ৬টায় বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি কালের কণ্ঠকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা ও ক্ষতির পরিমাণ  নিরূপণ করতে বলা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...